বমি বমি ভাব হওয়ার কারণ গুলো জানুন

প্রিয় পাঠক আপনার কেন সবসময় বমি বমি ভাব এই সম্পর্কে কি বিস্তারিত জানতে চাচ্ছেন। তাহলে আমার আজকের এই আর্টিকেলটি মন দিয়ে পড়ুন। কেননা আমি এখন আপনার সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সবসময় কেন বমি বমি ভাব তা নিয়ে বিস্তারিত। তো চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে শুরু করা যাক কেন সবসময় বমি বমি ভাব হয়।

বমি বমি ভাব হওয়ার কারণ গুলো

আমার এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে আপনি আরো জানতে পারবেন কেন আপনার সবসময় বমি বমি ভাব হয় সেই সম্পর্কে বিস্তারিত। তাই আপনাকে মনোযোগ সহকারে শেষ পড়ার অনুরোধ রইলো।

পেজ সূচিপত্র ঃবমি বমি ভাব হওয়ার কারণ গুলো জানুন

  • বমি বমি ভাব হওয়ার কারণ
  • বমি বমি ভাব কখন বিপদজ্জনক
  • বমি বমি ভাব দূর করার উপায়
  • বমি বমি ভাব হলে যা এড়িয়ে চলবেন
  • জরুরি ভিত্তিতে কখন হাসপাতালে যাবেন
  • শেষ কথা-বমি বমি ভাব হলে করনীয় কি

বমি বমি ভাব হওয়ার কারন

আপনার বমি বমি ভাবে সাথে অন্য কোনো উপসর্গ বা লক্ষণ থাকলে দেখে বমি ভাব হওয়ার কারণ সম্পর্কে ধারনা করা যায়। এছাড়া ও মাঝে মাঝে যে কোনো উপসর্গ ছাড়াই, আপনার বমি বমি ভাব হতে পারে।সাধারণত এই কারণ গুলি আপনার বয়স অনুযায়ী পরিবর্তন হতে পারে। তবে আপনার নিচে দেওয়া যে কোনো কারণে বমি বমি ভাব হতে পারে। লক্ষন গুলোর একটি তালিকা দেওয়া হলোঃ

  1. গাড়িতে উঠে অতিরিক্ত গতির কারণে
  2. প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাওয়ার খেলে
  3. আপনার যদি অতিরিক্ত পেট ব্যাথা হয় তাহলে
  4. নিদিষ্ট গন্ধের প্রতিক্রিয়া ও হতে পারে
  5. আপনার খাদ্যের ভিতর যদি বিষক্রিয়া থাকে
আবার, বমি বমি ভাব আপনার গুরুতর রোগের লক্ষণ ও হতে পারে। এই লক্ষণ সাধারণ নয়। তাই আপনার নিচে দেওয়া লক্ষণ গুলো দেখা দিলে আপনার উচিত ডাক্তারের সরণাপন্ন হয়ে পরামর্শ নেওয়া। লক্ষণ গুলোর একটি তালিকা দেওয়া হলোঃ
  • ব্রেন টিউমার
  • মাইগ্রেনের ব্যাথা
  • মেনিনজাইটিস
  • অন্তের বাধাঅ্যাপেনডি সাইটিস

বমি বমি ভাব হওয়া কখন বিপদজ্জনক

সাধারণত চলন্ত বাসের যাত্রী বা কোনো গর্ভবতী নারীর বমি হওয়াকে আমরা সাধারণ হিসেবে গণ্য করে থাকি। এছাড়া ও পচা বা বাসী খাওয়ার খেয়ে বমি বমি ভাব হওয়াকে ও একই ভাবা হয়ে থাকে। তবে সব ক্ষেত্রে এই বমি বমি ভাব হওয়াকে স্বাভাবিক ভাবা যাবে না। যদি এই বমি হওয়া সাধারণ রোগ এর পাশাপাশি অনেক জটিল রোগ এর অর্থ বহন করতে পারে যে গুলো হলো হৃৎপিন্ডের সমস্যা, পিত্তথলির রোগ, মস্তিষ্কের টিউমার এবং আলসার এর মতো জটিল রোগ ও হতে পারে।

বমি বমি ভাব দূর করার উপায় আপনি যে ভাবে আপনার বমি বমি ভাব গুলো দূর করতে পারেন। এর একটি ছোট তালিকা নিচে দেওয়া হলোঃ-

  • আপনার একসাথে বেশি করে খাবার খাওয়া বন্ধ করতে হবে। এর পরিবর্তে আপনি অল্প অল্প করে বার বার খাবার খাওয়া যেতে পারে।
  •  আপনি আদা বা পুদিনা পাতার চা খেতে পারেন। এছাড়া ও আপনি পেপার মিন্ট এর চা ও খেতে পারেন।
  • আপনার যদি বমি ভাব হয় তাহলে আপনি খোলা হাওয়া বা বিশুদ্ধ বাতাসে আপনি বুক ভরে নিশ্বাস নিতে পারেন।
  • আপনার বমি বমি ভাব হলে আপনি মনোযোগ অন্য দিকে নিতে পারেন। যেমনঃ বই পড়ে, গান শোনে, এবং মুভি দেখে।
  •  এমন খাওয়ার খাবেন যাতে আদার পরিমাণ বেশি আছে।
  • আপনি প্রথমে এক গ্লাস ঠাণ্ডা পানি নিন। এরপর তাতে কিছুক্ষণ পর পর চুমুক দিতে পারেন।
  • আপনার বমি বমি ভাব হলে লেবু পাতার গন্ধ নিতে পারেন।

বমি বমি ভাব হলে যা এড়িয়ে চলবেন 

  • প্রথমে আপনার যে গন্ধ যুক্ত খাওয়ার খেলে বমি হওয়ার সম্ভাবনা আছে। সেই খাওয়ার গুলো আপনাকে পরিহার করতে হবে।
  • বমি বমি এড়িয়ে চলার জন্য আপনাকে ভাজা-পোড়া এরিয়ে চলতে হবে। এর পর বেশি তেল আছে এমন খাওয়ার পরিহার করতে হবে।এই দিকে আপনাকে অব্যাশই খেয়াল রাখতে হবে যে খাওয়ার সাথে সাথে শুয়ে পরা যাবে না।
  • পেটের দিকে টাইট হয় এমন জাতীয় কাপড় অথবা প্যান্ট না পরা। আর মেয়েদের জন্য টাইট পায়জামা না পরা। কারণ এ জাতীয় কাপড় পরলে অস্বস্থি থেকে বমি বমি ভাব হতে পারে।
  • আপনি অব্যশই তাড়া হুড়েুা করে খাওয়ার খাবেন না। আর আস্তে আস্তে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

জরুরি ভিত্তিতে কখন হাসপাতালে যাবেন

আপনার যদি হঠাৎ করে বমি বমি ভাব হয় এবং সেই ক্ষেত্রে এই লক্ষণ গুলো দেখা দেয়। তাহলে যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।
  • আপনার যদি কয়েক দিন ধরে বমি বমি ভাব বা বমি হলে। তখন আপনি চিকিৎসকের পরামর্শ নিন।
  • আপনার যদি এই সমস্যা মাঝে মাঝে থাকে। তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ নিন।
  • যদি নিশ্বাস বন্ধ হয়ে আসে বা দম বন্ধ হলে। 
  • আপনার বুকের ব্যাথাটি যদি আপনার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে অর্থ্যাৎ হাত, পিঠ,গলায়,চোয়াল এবং ঘাড় পর্যন্ত হতে পারে।
  • আপনার বুকে যদি এমন ভাবে ব্যাথা হচ্ছে বলে মনে হয়। যেন আপনার মনে হচ্ছে বুকের ওপর কিছু একটা চাপ দিয়ে আছে বা বুক ভার হয়ে আছে।
তবে এই সব লক্ষণ হার্ট অ্যাটাক এর ও লক্ষণ হতে পারে। তাই এমন অবস্থায় কোথাও দেরি না করে আপনি যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

শেষ কথা-বমি বমি ভাব হলে করণীয় কি

প্রিয় পাঠক আপনারা এতক্ষণ পড়ছিলেন সবসময় বমি বমি ভাব হওয়ার কারণ কি উপরে বিস্তারিত জেনেছেন। আসা করি আমার আজকের এই আর্টিকেলটি পড়ে আপনার উপরে আসবে। আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন।


আর যদি নতুন কোনো বিষয়ে তথ্য জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ আমার এই পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবান।

Leave a Comment